• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা এবং বীরমুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

  • ''
  • প্রকাশিত ২৬ মার্চ ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং বীরমুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। আজ মঙ্গলবার প্রত্যুষে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- রাজনৈতিক সংগঠন, বিভিন্ন পেশার মানুষজন, স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন্, শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ এবং শারীরিক কসরতের উদ্বোধন, সালাম গ্রহণ, ইউএনও’র শান্তি কামনায় বক্তব্য, বিভিন্ন প্রতিযোগিতা হয়।

এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং বীরমুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি প্রমুখ। অনুষ্ঠান জুড়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষির্থী,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল পেশার মানুষজনের উপস্থিতি ছিল সরব।

দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads